সিনেমার অ-আ-ক-খ । ধীমান দাশগুপ্ত । বাণীশিল্প প্রকাশন । মুদ্রিত মূল্য ৩২৫ টাকা
সিনেমার অ-আ-ক-খ বলতে সিনেমা মেড সিম্পল বা এ বি সি অব ফিল্ম নয়। এ-বইয়ের বিষয় হল ফিল্ম ল্যাংগুয়েজ বা চিত্রভাষা, লেখার ধরণ হল অপেক্ষাকৃত সহজ তথা কম জটিল, উদ্দেশ্য হল চলচ্চিত্রের সঠিক ও যথার্থ রসাস্বাদনের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র ও বাতাবরণ তৈরি করা।
চিত্রনাট্য রচনা ও চিত্রনাট্য বিশ্লেষণ । ধীমান দাশগুপ্ত । বাণীশিল্প প্রকাশন । মুদ্রিত মূল্য ৩০০ টাকা
চিত্রনাট্য, চলচ্চিত্রের মানচিত্র। চিত্রনাট্য কীভাবে লিখতে হয় তার ওপর বাংলায় কোন বই লেখা হয়নি। সেদিক থেকে এমন একটি বই লেখার প্রয়োজন ছিল। সে অভাব পূরণ হল। সাহিত্য থেকে চিত্রনাট্যের বহু উদাহরণ আছে বইটিতে। – যুগান্তর
পাকদন্ডী । লীলা মজুমদার । আনন্দ প্রকাশন । মুদ্রিত মূল্য ৩০০ টাকা
পাকদণ্ডী হলো পাহাড়ের গা বেঁয়ে উঠে যাওয়া আঁকাবাঁকা পথ। আত্মজীবনী লিখতে লীলা মজুমদার কেন এই নামটি বেছে নিলেন তা গল্প পড়তে পড়তে বোঝা যায়। পাহাড়ঘেরা শৈশব থেকে যাত্রা শুরু করে জীবনের বাঁকে বাঁকে লালিত একান্ত গল্পগুলো গভীর মমতায় দুই মলাটে বেঁধে নিয়েছেন তিনি। গল্পের শুরুটা পাহাড়ের কোলে বেড়া ওঠা শৈশব থেকে। ভীষণ স্মৃতিকাতর, মায়াঘেরা বর্ণনা থেকে সময়ের সাথে সাথে গল্প যত এগোয় তত চরিত্র আর ঘটনার ঘনঘটা বাড়তে থাকে। এত এত গল্প, এত এত চরিত্র লীলা মজুমদার কী করে মনে রেখেছেন ভেবে অবাক হই। মুগ্ধ হই তাঁর জীবনযাপনের একনিষ্ঠতায়, তাঁর রসবোধে। ঈর্ষা হয় তাঁর স্মৃতিশক্তিতে, সেই সাথে সেই স্মৃতির পরতে পরতে জড়িয়ে থাকা অমূল্য সময়গুলোর বর্ণনায়। – GoodReads
মার্কেজের পুতুল ও অন্যান্য গল্প । কুলদা রায় । সোপান । মুদ্রিত মূল্য ৩০০ টাকা
পরবাসী লেখক কুলদা রায়ের সব গল্পই বাংলাদেশের সমাজজীবন, হিন্দু-মুসলমান সম্পর্ক, দেশভাগ, দাঙ্গা, মানুষের দেশান্তর যাত্রা, মুক্তিযুদ্ধ, মহাপৃথিবীর ইতিহাস নিয়ে এই উপমহাদেশেরই গল্প।
বনবিহার এবং । বুদ্ধদেব গুহ । দ্য কাফে টেবল । মুদ্রিত মূল্য ২৫০ টাকা
হিয়া আর দিয়া, দুই অ্যাডভেঞ্চার প্রিয় মাসতুতো বোন। এক সফরে বেরিয়ে তাঁদের সঙ্গে সাক্কাৎ হয় রুরু নামে এক জঙ্গলপাগল যুবকের, রুরু ক্রমে হয়ে ওঠে তাঁদের বন্ধু, তৈরি হয় পারস্পারিক সম্পর্ক। হিয়া-রুরু-দিয়ার সেই ভ্রমণকথাই লেখক ফুটিয়ে তুলেছেন, তাঁর ‘বনবিহার’-এ