লাকি ড্রয়ের দিন ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
নিয়মাবলী
✪ এই সপ্তাহে টিকিট মূল্য ২৫.৯৯টাকা।
✪ একজন ব্যক্তি অনুগ্রহ করে একাধিক টিকিট ক্রয় করবেন না। সেক্ষেত্রে কেবলমাত্র একটি টিকিটই লাকি ড্রয়ের জন্য বিবেচ্য হবে।
✪ টিকিট কাটা যাবে শুধুমাত্র অনলাইনে এই পেজে দেওয়া নির্দিষ্ট লিঙ্ক থেকে।
✪ ২৩ নভেম্বর শনিবার সকাল ১০টা পর্যন্ত টিকিট কাটা যাবে। তারপর টিকিট ক্রয়ের লিঙ্কটি নিস্ক্রিয় হয়ে যাবে।
✪ ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মধ্যে প্রত্যেক টিকিট ক্রয়কারীকে Whatsapp মাধ্যমে তার টিকিট নম্বরটি জানানো হবে।
✪ ২৪ নভেম্বর সকাল ৭টায় স্পিন হুইলের মাধ্যমে একজন বিজয়ী বেছে নেওয়া হবে। Spin-wheel ড্র টি দেখা যাবে বইঘর ডট ইন-এর ফেসবুক পেজে।
✪ টিকিট কাটার সময় অনুগ্রহ করে সঠিক Whatsapp নম্বর এন্ট্রি করবেন। টিকিট নম্বর পাঠানো থেকে লাকি ড্র সংক্রান্ত সমস্ত আপডেট Whatsapp মেসেজের মাধ্যমেই জানানো হবে।
✪ বিজয়ী পাঠক বন্ধুকে সম্পূর্ণ নিখরচায় পুরস্কারের বইটি তাঁর ভারতীয় ঠিকানায় পোষ্ট মারফৎ পাঠিয়ে দেওয়া হবে।
✪ বিজয়ী ছাড়া টিকিট ক্রয়কারী বাকি পাঠক বন্ধুরা তাদের টিকিট মূল্যের সমমূল্যের (এই সপ্তাহে ২৫.৯৯/-) কুপন কোড পাবেন যা বইঘর ডট ইন থেকে যেকোন ক্রয়ের সময় Redeem করে নিতে পারবেন।
এই সপ্তাহের পুরস্কারের বই
■ যেতে যেতে একটি নমস্কারে
■ লেখক – শংকর
■ প্রকাশনা- দেজ পাবলিশিং
■ মুদ্রিত মূল্য : ৩৫০.০০
লেখকের স্বাদু লেখায় ফেলে আসা জীবনের কথা ও রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ প্রসঙ্গ।