বইঘর লটারী

সপ্তাহ #২

নিয়মাবলী –

❁ ২৫ জুলাই রাত ১টা থেকে ২৯ জুলাই বিকেল ৪টে পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে এই পেজে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে। 

❁ প্রত্যেক টিকিট সংগ্রহকারীকে একটি ৬ সংখ্যার মৌলিক টিকিট নম্বর দেওয়া হবে। 

❁ লাকি ড্র অনুষ্ঠিত হবে রবিবার ৩০ জুলাই সকাল ১০টা থেকে ১১টার মধ্যে, বইঘর ডট ইন-এর ফেসবুক পেজে।  

❁ এই পেজে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করেই একমাত্র টিকিট সংগ্রহ করা যাবে। 

❁ লাকি ড্র হবে সমস্ত টিকিট নম্বরগুলি নিয়ে একটি ডিজিট্যাল স্পিন হুইলের মাধ্যমে। 

❁ একজন ভাগ্যবান পাঠক বন্ধু যার টিকিট নম্বর স্পিন হুইল দ্বারা নির্বাচিত হবে তিনি  সেই সপ্তাহের জন্য বিজয়ী হবেন। 

❁ পুরস্কারের জন্য নির্ধারিত বইটি নিখরচয়ায় বিজয়ী পাঠক বন্ধুর ঠিকানায় পাঠানো হবে।

❁ লটারীতে অংশগ্রহনকারী বাকি পাঠক বন্ধুদের তাঁদের টিকিটের সমমূল্যের কুপন কোড দেওয়া হবে, যা বইঘর ডট ইন-এর ওয়েবসাইট থেকে Redeem করা যাবে। 

❁ অনুগ্রহ করে গত সপ্তাহের বিজয়ী পাঠক বন্ধু এই সপ্তাহে টিকিট কাটা থেকে বিরত থাকুন। 

❁ বইঘর ডট ইন-এর সাথে যুক্ত কোন ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। 

❁ বই বিক্রয়ের পেশায় যুক্ত কোন ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকুন। 

❁ টিকিটমূল্য ফেরৎযোগ্য নয়। 

সপ্তাহ ২

❁ টিকিট মূল্য ১৫টাকা ৫০পয়সা ।

সপ্তাহ #২-এর পুরস্কার কী হবে ? ঠিক করবেন পাঠক বন্ধুরাই। আপনার পছন্দের বইটিকে ভোট করুন। সর্বাধিক ভোট পাওয়া বইটিই নির্বাচিত হবে পুরস্কারের বই হিসেবে।