Maa [Kaberi Roychowdhury]

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

মাতৃত্ব! মা! শব্দটি আদি অনাদিকাল থেকে এমন একটি কনসেপ্ট যা অপার্থিব দেবীতুল্য! কিন্তু কেন? মায়ের ওপর এই দেবীত্ব আরোপের সামাজিক দিকটি পর্যবেক্ষণ করলে কিছু উত্তর পেয়ে যাই। মা হবে সর্বংসহা, রিপুহীন দাস ; এই সমাজ তাকে এইভাবেই গড়ে নিয়েছে নিজেদের সুবিধার্থে। কিন্তু তা বায়োলজির বিরুদ্ধে এক অসম ফিউডাল কনসেপ্ট।
মা হবার আগে সে একজন মেয়ে। পিতামাতার আদরের কন্যা। বিবাহ পরবর্তী জীবনে বায়োলজিক্যাল কারণেই সে সন্তান উৎপাদন করবে এবং মা নামে পরিচিত হবে সমাজের নিয়ম অনুযায়ী।
একজন রক্তমাংসের প্রাণী সে, কাম ক্রোধ লোভ বাৎসল্য সমস্ত রিপু নিয়েই সে নারী। অথচ সমাজ তাকে সর্বংসহা রূপে দেখতে চায় আর এইখানেই প্রকৃতি ও ইউটোপিয়ান চিন্তার মধ্যে বিরোধ শুরু হয়।
মা উপন্যাসে শুভা সেন একজন মা যিনি তাঁর লম্পট অত্যাচারী স্বামীর স্বৈরতন্ত্রে বিপর্যস্ত। তাঁদের একমাত্র কন্যা চিত্রায়িতা ওরফে ছুটি মাবাবার এই অসহনীয় দাম্পত্যের সাক্ষী। এইভাবেই সে বড় হয়েছে। মায়ের গোপন প্রেমের পত্রবাহকও সে যখন সে রীতিমত বালিকা। এই দাম্পত্যই তাকে অসময়ে মানসিকভাবে পরিণত করে তুলেছিল। শুভার প্রেম একসময়ে ভেঙে যায় এবং চিরাচরিত অত্যাচারি সংসারেই দিনাতিপাত করে শুধুমাত্র মেয়ের মুখের দিকে চেয়ে।
চিত্রায়িতা ওরফে ছুটি বড় হয়। বিবাহ করে। তার নিজস্ব জগতে ব্যস্ত সে। কন্যার এই প্রেমজ বিয়ে মা শুভা অন্তর থেকে মেনে নিতে পারেনা। কন্যার দাম্পত্য সুখ কোথাও গোপনে অসূয়ার সৃষ্টি করে এবং অবচেতনেই এক প্রতিদ্বন্দ্বী রূপে আত্মপ্রকাশ করে মা ও মেয়ের এই জাগতিক সম্পর্ক!
ছুটি, তার একমাত্র কন্যা মিষ্টির লেখাপড়ার দায়িত্ব মায়ের হাতে তুলে দিয়ে নিজস্ব কর্ম জগতে মনযোগী। এই সময় টুকুকেই কাজে লাগায় শুভা। মা ও মেয়ের মধ্যে এক অনতিক্রম্য দূরত্ব তৈরি করে দেয় সে। ছুটির প্রতি মিষ্টির বিশ্বাস ও সম্মানের জায়গাটি দক্ষতার সঙ্গে নষ্ট করে দেয় শুভা।
প্রাথমিকভাবে বুঝতে না পারলেও এক সময় ছুটি কিছুটা বুঝতে পারে। শুভার ব্যবহারের অস্বাভাবিকতা ক্রমশ নজরে আসে ছুটির।
তিন প্রজন্মের মা ও মেয়ের দ্বন্দ্ব ভালবাসা ঘৃণা যাবতীয় প্রচলিত সামাজিক ধ্যানধারণা ভেঙে গড়ে উঠেছে এই উপন্যাস। প্রতিটি চরিত্রের পূর্ণ মনোবীক্ষণ এই উপন্যাসকে অনন্য সাধারণ ও ব্যতিক্রমী করে তুলেছে।
মা এই উপন্যাস পরিচিত ফর্ম ভেঙে নির্মিত।

SKU: TUHINA38 Categories: , Tags: ,
Maa [Kaberi Roychowdhury]
Maa [Kaberi Roychowdhury]