বই সংবাদ । বইঘর ডট ইন । ০৫ এপ্রিল ২০২৪

বাংলা বই ও পত্র-পত্রিকার খবর পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস বই সংবাদ। আজ থেকে প্রতিদিন ৫টি বইয়ের খবর নিয়ে এই পোষ্ট আপনাদের জন্য প্রকাশিত হবে বইঘর ডট ইন-এর ব্লগ সেকশনে। প্রতি বইয়ের নামে ক্লিক করলেই পৌঁছে যাবে অর্ডার লিঙ্কেও। এছাড়াও Whatsapp মারফৎ অর্ডার করতে চাইলে আমাদের অফিসিয়াল Whatsapp-এ মেসেজও করতে পারেন 7980991691 নম্বরে।

 

কলকাতা ক্যাকোফোনি
অরুনোদয়
পৃ: ৮৮ । প্রচ্ছদ: সুপার্শ্ব বৈশ্য
প্রকাশক: দেজ পাবলিশিং
প্রকাশকাল: জানুয়ারি ২০২৪
মূল্য – ₹১৫০
ক্যাকোফোনি, যার মানে অনেক শব্দের সংমিশ্রণে তৈরি হওয়া noise. আমার বেশিরভাগ লেখাই এ শহরের noise-এ জন্ম নেওয়া। কারণ এই ক্যাকোফোনিতে কান রাখলে আমি শুনতে পাই সুদূর ঝরনার শব্দ। সমুদ্রের ঢেউ ভাঙে অফিসটাইমের এসপ্ল্যানেডে। আমার ইন্দ্রিয় এই শহরেই আমাকে সবকিছু দেয়। এসব তারই টুকরোটাকরা।

 

দ্বিশতবর্ষ পেরিয়া দুই বাঙালি – বিদ্যাসাগর । অক্ষয়কুমার দত্ত
রামকৃষ্ণ ভট্টাচার্য
পৃ: ১৬৮ । প্রচ্ছদ: অমর্ত্য রায়
প্রকাশক: বহুস্বর
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৩
মূল্য – ₹২৭৫

বিদ্যাসাগর রাজনীতির লোক ছিলেন না, কিন্তু পরিবর্তনের পক্ষে ছিলেন। তাই যত পরিবর্তন পরবর্তীকালে সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে ঘটেছে সেগুলির পেছনে কাজ করেছে সেই ঘোষণা: দেশাচার, লোকাচার অপরিবর্তনীয় নয়। তারও পরিবর্তন হয়, আর পরিবর্তন হওয়াই দরকার।”
দ্বন্দ্বতত্ত্বর প্রধান সূত্র, এই অমোঘ সত্যটি বিদ্যাসাগর বুঝতেন। যেমন বুঝতেন অক্ষয় কুমার দত্ত: পরিশ্রম=শস্য, পরিশ্রম + প্রার্থনা =শস্য। অতএব, প্রার্থনা=০। এই এক সমীকরণ দিয়ে সেকালে প্রার্থনার অসারতা খুলে ধরে অক্ষয়কুমার দত্ত যুক্তিবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। প্রামাণিক সংস্করণ প্রকাশের অনেক আগেই অক্ষয়কুমার দেখান: চরিত্রগুলির ওপর মহিমা আরোপের উদ্দেশ্যেই উত্তরোত্তর প্রক্ষেপ্ দেখা গিয়েছে আমাদের দুটি মহাকাব্যয়। “… যে-চোখে তিনি রামায়ণ-এর ও মহাভারত-এর বিচার করেছিলেন, তার মূল্য এখনও কমে নি।” – রামকৃষ্ণ ভট্টাচার্য

Banglar Bam Jamanar Sesh Der Dashak

বাংলার বাম জামানার শেষ দেড় দশক । অভিজ্ঞতা অনুভূতি
সুশান্ত ঘোষ
পৃ: ২২৩ । প্রচ্ছদ: 
প্রকাশক: বহুস্বর
প্রকাশকাল: জানুয়ারি ২০২২
মূল্য – ₹৩০০

‘….লেখাগুলি পড়লেই এবং পড়াশোনা শেষ হলেই আমার মতো “মৌলবাদী” মাও চিন্তাতে বিশ্বাসী অথচ নিরপেক্ষ (দলভুক্ত নই অর্থে) যেকোনো মানুষের প্রথমেই মনে পড়বে গর্বাচভ, ইয়েলেৎসিনদের কথা, কী চমৎকার ভাবে, মসৃণ উপায়ে অভ্যন্তরীণ বিরোধকে হটিয়ে CIA’ এর মদতপুষ্ট রাশিয়ান গোয়েন্দাদের দিয়ে সমাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটা মেরেছে – দুনিয়ার মেহনতি মানুষের মনে সমাজতন্ত্র সম্পর্কেই সংশয় সৃষ্টি কারেছে। পশ্চিমবঙ্গেও তাই হয়েছে।

… “মার্ক্সবাদ, লেনিনবাদের মৌলিক সত্যগুলো আজও সেকেলে হয়ে যায়নি।” এই বিশ্বাসের অভাবে আসে বিপ্লবের প্রতি অনাস্থা, সেখান থেকেই আসে জনগণের প্রতি অনাস্থা  – সুশান্ত যে মূল্য দিয়েছেন, সেটা কোনো এক দল বা দুইজন ব্যক্তির দায় নয়  দায়ী তাঁদের পরিচালিত করেছে যে রাজনীতি, সেটাই।’ – আজিজুল হক

বাঙলা সাহিত্যিক গদ্য
রামকৃষ্ণ ভট্টাচার্য
পৃ: ২৯২। প্রচ্ছদ: 
প্রকাশক: পুনশ্চ
প্রকাশকাল: ডিসেম্বর ২০২২
মূল্য – ₹৪২৫

সংস্কৃত-বহুল মিশনারি বাঙলা আর ফার্সি-ঘেঁষা মুনশি বাঙলার গেরো কেটে বাঙালিকে প্রথম গদ্য পড়া শেখান রামমোহন। কিন্তু সে-গদ্য নিতান্তই কেজো জ্ঞানের সাহিত্য, শক্তির সাহিত্য ছিল না। তার তথ্যমূল্য থাকলেও, সাহিত্যমূল্য শূন্য। তাই বাঙলা গদ্যসাহিত্য তুলনায় অর্বাচীন। ঠেলাঠেলি করেও উনিশ শতকের আগে সেটিকে পেছনো যাবে না। তবে, গত দুশ বছরে বিদ্যাসাগরি-অক্ষয়ি থেকে টেকচাঁদি-হুতোমি হয়ে বঙ্কিমি- রাবীন্দ্রিক-বীরবলি গদ্যর রূপরীতি ও তার সাহিত্যিক পরিণতি বাঙলাভাষীর কাছে এক পরম প্রাপ্তি। বাঙলা গদ্যসাহিত্যর এই অনুবর্তনকেই, বিভিন্ন কালপর্বর প্রতিনিধিস্থানীয় লেখকদের রচনার নজির তুলে ধরে, পরখ করা হয়েছে এই বইএর তেইশটি নিবন্ধে।

তৃতীয় রিপু ১ম খন্ড । ক্রিকেটীয়, কিন্তু ক্রিকেট নয়
সোমনাথ সেনগুপ্ত
পৃ: ২৮৭। প্রচ্ছদ: সৌজন্য চক্রবর্তী
প্রকাশক: বইবন্ধু
প্রকাশকাল: আগষ্ট ২০২৩
মূল্য – ₹৪৫০

ক্রিকেট খেলাটির মতোই পুরোনো ক্রিকেট ঘিরে বেটিং বা জুয়া। কিন্তু, সেইসব জুয়াড়ি বা জুমার বুকিরা যখন খেলাটির কুশীলব অর্থাৎ, খেলোয়াড়, আম্পায়ার থেকে শুরু করে পিচ প্রস্তুতকারক পর্যন্ত সবাইকে হাত করে পুরো খেলাটি অদৃশ্যে নিয়ন্ত্রণ করে- তখন তা প্রহসনে পরিণত হয়। তাই, আমরা মাঠে বা টিভির পর্দায় যে ম্যাচগুলো দেখি, তা অনেকাংশেই আসলে, একটা ‘লিখে দেওয়া’ স্ক্রিপ্টের নাটক। এই বইটি আদতে আমাদের ক্রিকেটপ্রেমীদের চোখ খুলে দেবার জন্য অবশ্যপাঠ্য এবং বাংলায় এই বিষয়ে বই সম্ভবত প্রথম।

Leave a Reply

×