স্বাধীনতা দিবসে বিশেষ ছাড়বেলা বইঘর ডট ইন-এ

আজ ১৫ আগষ্ট ২০২৪ সারাদিন জুড়ে Boighar.in-এর ওয়েবসাইটে থাকছে বিশেষ অফার। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে বইপ্রেমীদের জন্য প্রযোজ্য ছাড়ের ওপর অতিরিক্ত ৭.৮% ছাড়। এই অফারের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র ওয়েবসাইট / অ্যাপ মারফৎ অর্ডারেই।

অর্থাৎ যে সকল বইতে ওয়েবসাইটে ১০% ছাড় প্রযোজ্য আছে সেই সকল বইতে ১৭.৮% ও যে সকল বইতে ১৫% ছাড় প্রযোজ্য আছে সেগুলিতে ২২.৮% ছাড় প্রযোজ্য হবে।

ওয়েবসাইটে চেক আউটের সময় FREEDOM কুপন কোডটি ব্যবহার করে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

আজ ১৫ আগষ্ট সারাদিন যেকোন প্রোডাক্ট কার্টে যোগ করলেই অটোমেটিক এই কুপনকোডটি প্রযোজ্য হয়ে যাবে। সুতরাং কুপন কোড অ্যাপ্লাই করতে ভুলে গেলেও সমস্যা নেই। 

আপনাদের সুবিধার জন্য ১৫% ছাড় প্রযোজ্য আছে এমন কিছু প্রকাশনার লিঙ্ক নিচে উল্লেখ করা হল। যাঁদের বইয়ে এই অফারের সুযোগ নিয়ে ২২.৮% ছাড় পেয়ে যাবেন। 

এছাড়া আমাদের ওয়েবসাইটে লিস্টেড ২৫০০০+ বই ঘেটে দেখুন এই লিঙ্কে

এই অফার ১৫ আগষ্ট ২০২৪ রাত ১১:৫৯ পর্যন্ত বৈধ থাকবে। 

2 thoughts on “স্বাধীনতা দিবসে বিশেষ ছাড়বেলা বইঘর ডট ইন-এ

Leave a Reply

Welcome to Boighar.in
×