Author | Jagannath Deb Mondal |
---|---|
Publisher | Dhansere |
Year of Publication | 2018 |
Sale!
Matir Setar
Original price was: ₹125.₹113Current price is: ₹113.
Please login during checkout to avail loyalty points. Guest checkouts are not eligible to avail loyalty points. We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
Ritobrata Ghosh –
আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
যদিও বইয়ে যা আছে, তাকে কাব্যের ঘরে ফেলা যায় কি না জানি না।
অসাধারণ সুন্দর লেখনী আর ততোধিক সুন্দর লেখকের জীবনবোধ ও চর্যা। পাঠকের মন ছুঁয়ে যেতে বাধ্য।
এই বই সেই বহুল পরিচিত ও প্রচলিত প্রেমের বাহক নয়। এই বইয়ের ভালোবাসা, যাপন, প্রকৃতিচেতনা সবই মৌলিক ও এক আদিম সৌকর্যের সাথে কথিত।
লেখক অতি সুন্দর ও সম্পূর্ণ মৌলিক লেখনীর মাধ্যমে পাঠককে নিয়ে চলেন নিজের সাথে। পরিচয় করান গাছ, পাতা, মাটি, ফুলের সাথে। এর সঙ্গে বহুমাত্রায় জড়িত স্বল্পমাত্রার মানুষদের সাথে।
এই মানুষদের সাথে, এই মানুষদের মনের সাথে, এবং এদের ঘরের মাটির সাথে, মনের সাথে পরিচয় হওয়ার পরই দেখতে পাবেন, এসব আসলে আপনি নিজে।
আপনার মনের ভাব, আপনার মনের টুকরো যেভাবে যেখানে আপনার গহীনে বাস করে, মাটির সেতারের সুর, তারের নানা মাত্রার কম্পন আপনার মনের সেই কোণে সৃষ্টি করবে অনুরণন।
আপনি নিজের বহিরঙ্গ, সচেতন মনের মাধ্যমে যে যাত্রা শুরু করবেন, তা শেষ হবে আপনার মনের গভীরতর স্থানে। সেখানেই মাটির সেতারের সার্থকতা।
আপনার যাত্রা শুভ হোক।
এই বই কারা কিনবেন-
১। যাঁরা একেবারেই কোনোদিন কবিতা পড়েননি ও বোঝেন না।
২। যাঁরা অনেক কবিতা পড়েছেন ও ভাবেন যে তাঁরা কবিতা বোঝেন।
৩। যাঁরা সম্পূর্ণ মৌলিক, নতুন লেখা পড়তে চান যার ধারাও মৌলিক।
৪। যাঁরা সুন্দর কবিতা পড়তে চান, যা দীর্ঘক্ষণ ভালোলাগায় আবিষ্ট করে রাখতে পারে।
৫। যাঁরা প্রেম, প্রকৃতি, জীবন, ইতিহাসের মিলন দেখতে চান এক অদ্ভুত সৌন্দর্যের মধ্যে দিয়ে।