মূল মারাঠি থেকে অনুবাদ: শুক্লা বসু (সেন); অনুবাদ সহায়তা: রণবীর সুমেধ
ভারতীয় নাটক রচনার ধারায় ‘শান্ততা! কোর্ট চালু আহে’ একটি মাইলফলক। বাংলা সহ বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে এই নাটক। নাটক ও জীবনের অন্তর্বর্তী মূল সুরটি এই নাটকে স্পর্শ করেছেন বিজয় তেন্ডুলকর। ক্ষমতায়নের সুপ্ত ইচ্ছে থেকেই বিশেষ কাউকে খাঁচাবন্দী করে ফেলা— প্রাতিষ্ঠানিকতার সব অলিন্দেই এর পুনরাবৃত্তি। ‘ন্যায়’, ‘বিচার’, ‘মানবিকতা’ ইত্যাদি শব্দগুলো পাক খেতে থাকে মহলাকক্ষে। ক্ষমতা অভ্যাস করতে চাওয়া চরিত্রগুলোর অসহায়তা প্রকট হয়ে ওঠে। ব্যক্তিমানুষ এবং সমাজের টানাপোড়েনে নাট্যকার কোথায় দাঁড়াবেন? নাটকের অনুবাদের সঙ্গে এই সংকলনে রয়েছে বিজয় তেন্ডুলকরের একটি প্রবন্ধ ও দীর্ঘ সাক্ষাৎকার।
Reviews
There are no reviews yet.