‘বিষ ও বৈভব’-এর কবিতা কখনও স্বপ্নের ছলাকলা, কখনও দু’একটা নকশা আঁকা কিছু শ্যাওলা। কবিতা কবিকে দূর নক্ষত্রের মতো আলস্যে টানে। এই সব কবিতা নিজেদের কবিতা হয়ে ওঠার, বা না ওঠার, গল্প বলে।
‘আমি পেরিয়ে যেতে চাই না
আলতাপরা প্রতীক্ষার পা
একদিন লেবুফুলের গন্ধ নিয়ে
যে সহজ শরীরে এসে দাঁড়িয়ে থাকবে
তাকেও পেরিয়ে যেতে চাই না
চিরদিনই ঘোমটায় ঢাকা থাক শীতের অরণ্য
যেন কেউ ভেদ না করে
শোকার্ত পিতার অশ্রুছলছল চোখ
যে শব্দ বসন্ত আনে
যে নদী কিছুটা মা-মা
তাদের চুল বেঁধে দিও না
কবি তুমিও’
Reviews
There are no reviews yet.