Kabitasamgraha [Tanmay Mridha]

Original price was: ₹540.Current price is: ₹486.

বিদ্রূপ ও বিষাদ। হাসি ও অশ্রু। রাজনীতি ও আত্মকথা। দাবার বোর্ডের মতো যুগপৎ পাশাপাশি ও কোনাকুনি অবস্থান করে তাঁর কবিতায়। তন্ময় মৃধা। অনুচ্চকিত, অনায়াস ভঙ্গিতে যিনি বলতে পারেন—‘আড়াআড়ি লেখার উপরে যদি লম্বালম্বি দাগ কাটি / মনে হয় ঝাউবনের ফাঁকে ফাঁকে সমুদ্র ঝিলিক মারছে। / এই হল অনুভব, রসবোধও বলা যায় একে।’ কিংবা—‘অন্ধকারে কলম চালিয়ে অ লেখা যায় / আমি লেখা যায় না, আমি লেখা যায় / আমার লেখা যায় না, / কিছুতেই লেখা যায় না আমার।’ নির্মেদ এক গদ্যচলনে স্বতন্ত্র হয়ে ওঠে তাঁর স্বর। আমরা নিশ্চুপ বসে থাকি তাঁর কবিতার পাশে।

 

গত শতকের আটের দশকে লেখা শুরু করলেও, তন্ময় মৃধা-র প্রথম কাব্যগ্রন্থ ‘হাওয়া বাড়ি’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে। এরপর বেরোয় আরও তিনটি কবিতার বই—‘পরিধি’, ‘মেধাবী নির্জন’ ও ‘ব্যাচেলারস জোকস’। বইগুলি দীর্ঘদিন নিঃশেষিত। ‘বোধশব্দ’ প্রকাশিত এই ‘কবিতাসংগ্রহ’-য় রইল উক্ত সব ক-টি বই, প্রথম প্রকাশের মুদ্রণপ্রমাদগুলি দূর করে। সঙ্গে যুক্ত হল ২০০৬ থেকে ২০১৭ সময়পর্বে লেখা অগ্রন্থিত বেশ কিছু কবিতা।

 

পরিচিতি: তন্ময় মৃধা

তন্ময় মৃধা (জ. ১৯৬৭) শৈশব ও কৈশোর কাটিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবায়। কলেজে পড়তে কলকাতায় আসা। প্রথমে স্কটিশ চার্চ, তারপর প্রেসিডেন্সি কলেজ। এরপর চিত্রকলা বিষয়ে উচ্চশিক্ষা। বর্তমানে তাঁর পেশাও আর্ট কলেজের অধ্যাপনা। কবিতা লেখা শুরু গত শতকের আটের দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ‘হাওয়া বাড়ি’ (১৯৯৬), ‘পরিধি’ (১৯৯৯), ‘মেধাবী নির্জন’ (২০০১) এবং ‘ব্যাচেলারস জোকস’ (২০১০)। সম্মানিত হয়েছেন অনন্য রায় পুরস্কারে (২০০০)। চিত্রকলার জন্যও পেয়েছেন একাধিক উল্লেখযোগ্য পুরস্কার।

Get loyalty points on every purchase, redeem those to avail extra discount.
Please login during checkout to avail loyalty points. Guest checkouts are not eligible to avail loyalty points.
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
SKU: BODHSHABDO23 Categories: , Tags: ,
Welcome to Boighar.in
Kabitasamgraha [Tanmay Mridha]
×