❂ চামচিকড়ি
❂ অভীক কুমার মৈত্র
❂ সৃষ্টিসুখ প্রকাশন
❂ অভীক কুমার মৈত্রর লেখা এবং আঁকায় সমৃদ্ধ একট রম্য ছড়া সংকলন।
❂ আমি কবি নই। অবশ্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দায়িত্ববান আইসিএস অফিসার, বিলেতফেরত বিজ্ঞানপ্রেমী, প্রথিতযশা সাংবাদিক, জনপ্রিয় ইংরিজীর অধ্যাপক, বিখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী, বা শান্তিনিকেতনের প্রবাসী প্রাক্তনীও নই। কিন্তু যেহেতু আমি বাঙালি, তাই আমি মনে করি যে কবিতা মাধ্যমটির ওপর আমারও জন্মগত অধিকার আছে। এই দাবির জন্যে কোনও গুণগত মাপকাঠির প্রয়োজন হয় না; বাঙালি হয়ে জন্মানোই যথেষ্ট। কিন্তু সেই ব্যক্তিগত দাবি থেকে এই বইয়ের ছাপার অক্ষরে জনসমক্ষে আসার সুদীর্ঘ পথটি, আর যাই হোক, অবশ্যম্ভাবী ছিল না। দু-চার কথায় সে বিষয়ে একটু বলে নিই। আপনারা চাইলে এই অংশটি সম্পূর্ণ বাদ দিয়েও যেতে পারেন, বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে না। যেহেতু এটি আমার প্রথম (এবং খুব সম্ভবত শেষ) একক বই, তাই একটু স্মৃতিচারণ করার লোভ সামলাতে পারছি না। এরকম সুযোগ তো আর পাবো না!
Reviews
There are no reviews yet.