প্রিয় বই Precious হয়ে ওঠে যদি সেই বইয়ে পাওয়া যায় লেখকের নিজের হাতে লিখে দেওয়া পাঠকের নাম ও লেখকের সই। সোনায় সোহাগা তাই না! এবার সেই সুযোগ আনছে বইঘর ডট ইন। ভারতের যেকোন প্রান্ত থেকে অর্ডার করুন আর পেয়ে যান এই সুবর্ণ সুযোগ।
হাতে দিন সাত-এক এর সময় পাবেন। ১৪ থেকে ২০ নভেম্বরের মধ্যে অর্ডার করুনপ্রখ্যাত সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের নিম্নলিখিত ২টি বইয়ের যেকোন বই। অর্ডারের প্রতি বইয়ে লেখক পাঠকের নাম সহ সাক্ষর করে দেবেন নিজের হাতে।
সব অর্ডার একত্রিত করে লেখকের সই করিয়ে আমরা বই পাঠাব। তাই ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আসা অর্ডারের বইগুলি সাক্ষর করা হবে ২১ নভেম্বর তারিখে ও শিপমেন্ট হবে ২২ নভেম্বর তারিখ থেকে। আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বইগুলি সম্পর্কে।
ভৈরবী ও অন্যান্য
মোট গল্প রয়েছে ছয়টি- ‘কৃষ্ণচূড়া’, ‘তিনফোঁটা চোখের জল’, ‘শুকনো গোলাপ’,’একটি পরির মৃত্যু’,’নেক্রোফিলিয়া’ ও ‘ভৈরবী’। তিনটি ভয়াল রসের। একটি ডার্কফ্যান্টাসি এবং আর একটি ডার্কফ্যান্টাসি আর ভয়ের গল্প মিলেমিশে এক হয়ে গেছে। নেক্রোফিলিয়ার ওপরও রয়েছে একটি গল্প।
Order Nowদেবদূতের বুলেট
দেবদূত দত্ত একজন পেশাদার খুনি৷ তার নিজেরই ভাষায়, “… ভগবাইন নামক ডেঞ্জারাস ডাইনোসর আমাকে খুনি করেছে”। খুন করার সময় তার হাত-পা তো কাঁপেই না, বরং মস্তিষ্কে অনর্গল অদ্ভুত মজার নানান চিন্তার উদয় হয়। সেইসব নিয়েই এই মোটামুটি ১৪৪ পাতার ডার্ক কমেডি উপন্যাসিকা ‘দেবদূতের বুলেট’।
এরকম ডার্ক কমেডি-থ্রিলার বাংলায় খুব বেশি লেখা হয়নি। গতিময় গদ্য ও তুখোড় সংলাপের মিশেলে দেবদূতের বুলেট ইজ আ পিউর এন্টারটেইনার।