বর্তমান বাংলাসাহিত্যের হাস্যসম্রাট তিনিই। আর সেই লেখক প্রকল্প ভট্টাচার্য(Prakalpa Bhattacharya)-এর ‘রম্য প্রকল্প’।
পাঠ-প্রতিক্রিয়া – Simanto Guhathakurta
অতি জঘন্য একটা বই লিখেছেন আপনি। একটা বই কিনে এত যন্ত্রণা এর আগে কক্ষণো পাইনি। একগাদা বইয়ের সঙ্গে আপনার বইটাও ব্যাগে ভরে বইমেলা থেকে বেরিয়েছিলাম। ফিরতি ট্রেনে উঠে বেশ জুত করে বসে ব্যাগের মধ্যে হাত ঢোকাতেই আপনার বইটা উঠে এল হাতে। ভাবলাম, তাহলে এটাই পড়তে পড়তে যাই। তখনও কী জানতুম, কী বিড়ম্বনা অপেক্ষা করে আছে আমার জন্য। পড়তে পড়তেই টের পেলাম উল্টোদিকের সিটে বসা দুটো লোক খুব সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে দেখছে। আসলে কোথায় বসে আছি সেটা ভুলেই খিক খিক করে হাসছিলাম কিনা…। নির্ঘাৎ আমাকে পাগল ঠাউরেছিল। যাইহোক, সেসব পাত্তা না দিয়েই পড়ছিলাম। হঠাৎ কী খেয়াল হতেই দেখি, কখন জানি আমার নির্দিষ্ট স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তখন হুড়মুড় করে ‘দেখি দাদা, সরুন দাদা, আমি নামব’…বলতে বলতে ভিড ঠেলে…সে এক কেলেঙ্কারি কাণ্ড। তার মধ্যেই শুনতে হল, ‘ঘুমোচ্ছিলেন নাকি?’, ‘যত্তসব গাঁইয়া ভূত’, ‘কোথায় নামবেন খেয়াল রাখতে পারেন না?’
তাই বলছিলাম, এবার থেকে একটু ভাল বই-টই লিখুন প্রকল্পবাবু। যা বেশ গম্ভীরমুখে বসে পড়া যায়, পড়তে পড়তে হাই তোলা যায়, আর ট্রেনে বসে পড়লে যাতে একটু সতর্কও থাকা যায়। নইলে আর জীবনেও আপনার বই কিনব না, পরিষ্কার বলে দিলুম।
Reviews
There are no reviews yet.