১। আপনার নিজের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ অথবা গদ্য রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের। নির্বাচিত পাঠের অডিও আমরা প্রকাশ করবো আমাদের ফেসবুক ওয়াচ ও ইউটিউব চ্যানেলে। একমাত্র ইমেল মাধ্যমে অডিও পাঠাবেন।
২। লেখাটি অবশ্যই আপনার নিজস্ব লেখা হওয়া বাঞ্ছনীয়। অন্য কোন লেখক / লেখিকার লেখার ক্ষেত্রে লেখক / লেখিকা অথবা প্রকাশকের যথাযথ অনুমতি পত্র বাঞ্ছনীয়।
৩। দেশ বিদেশের পাঠক ও শ্রোতা বন্ধুদের কাছে এই লেখাগুলি অডিও মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এই প্রয়াসের একমাত্র লক্ষ্য।
৪। সময় বিশেষে অডিও গুলি নিয়ে বিশেষ অডিও বুক প্রকাশের পরিকল্পনায় আমাদের রয়েছে।
৫। একমাত্র ইমেল মাধ্যমে অ্যাটাচমেন্ট হিসেবে অডিও ফাইল পাঠাবেন। ইমেলে অবশ্যই লেখার নাম, লেখক / লেখিকার নাম, পরিবেশকের নাম, Whatsapp নম্বর, ঠিকানা উল্লেখ করবেন।
৬। মাসের সর্বাধিক সমাদৃত পরিবেশক বন্ধুর জন্য বইঘর ডট ইন-এর পক্ষ থেকে থাকবে বিশেষ উপহার।
৭। নির্বাচিত হলে ইমেল ও Whatsapp মাধ্যমে জানানো হবে ও যথাযথ লিঙ্কগুলি পাঠানো হবে।
৮। প্রেরকের ক্ষেত্রে তাঁর সততা একান্ত কাম্য, অনুগ্রহ করে অন্যের লেখা নিজের বলে পাঠাবেন না, এমন কোনো অভিযোগ পেলে সেই প্রেরক-এর আর কোনো এন্ট্রি ভবিষ্যতে গৃহীত হবে না।