দরবার লাইভ
কবিতা । গান । গল্প । আড্ডা
বলতে দ্বিমত নেই যে সম্পূর্ণ লকডাউনের ফসল এই দরবার লাইভ। ফেসবুক ও ইউটিউব মাধ্যমে লাইভ আড্ডায় আসার আবেদন নিয়ে আমরা গেছি প্রকাশক, লেখক, পাঠক, গায়ক, গায়িকা এরকম নানা পেশা ও নেশায় জড়িয়ে থাকা বন্ধুদের কাছে। তাঁরা সাদরে গ্রহণ করেছেন সেই আবদার। যোগ দিয়েছে এই ঘন্টাখানেকের আড্ডায়। আর যোগ দিয়েছেন অসংখ্য দর্শক ও শ্রোতা বন্ধুরা। যাদের কাছে এই অনুষ্ঠান এক ভালোলাগার জায়গা তৈরি করে নিয়েছে। দীর্ঘ ১মাস আমরা এই অনুষ্ঠান চালিয়েছি আমাদের ব্যয়েই। ব্যয় কিসে ? না এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও টেকনিক্যাল সাপোর্ট এর ব্যয়। আগামী অনুষ্ঠানগুলি আয়োজনের জন্য আমরা একটি সামান্য চার্জ ধার্য করছি।
নিয়মাবলী
১. নূন্যতম ৪ জন ও সর্বাধিক ৬ জন-এর একটি দল গঠন করে আপনারা একটি লাইভ অনুষ্ঠান-এর জন্য স্লট বুক করতে পারেন।
২. বইঘর ডট ইন-এর ফেসবুক পেজ ও ইতিকথা পাবলিকেশন-এর ইউটিউব চ্যানেল মারফৎ আপনাদের অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্টিং দেখতে পাবেন সারা বিশ্বের দর্শক বন্ধুরা।
৩. স্লট বুক করার জন্য আমাদের ইমেল করুন mailus@boighar.in এ।
- ইমেল এর Subject এ লিখুন Slot Book for Darbar Live
- ইমেল এর বডিতে লিখুন যোগদান কারী মোট ব্যক্তির সংখ্যা, তাঁদের নাম, তাঁদের পরিচয়, প্রত্যেকের Whatsapp নম্বর আর অনুষ্ঠানের আলোচনার বিষয়।
- কোন তারিখে আপনার অনুষ্ঠান করতে চাইছেন ইমেলে তা অবশ্যই উল্লেখ করবেন।
- অনুষ্ঠানের সময় নির্ধারিত। আপনি ৭টা থেকে ৮টা অথবা ৮টা থেকে ৯টা যেকোনো একটি স্লটের জন্য আবেদন করতে পারেন। আবেদন-এর ২৪ ঘন্টার মধ্যে স্লটের Availability জানিয়ে দেওয়া হবে ও Availability জানানোর ১ ঘন্টার মধ্যে আমাদের স্লট বুকিং চার্জ পেমেন্ট করে স্লট বুক করে নিতে হবে।
- স্লট বুকিং হবে First Come First Serve এর ভিত্তিতে।
৪. স্লট Availability কনফার্মেশন ইমেলে পেমেন্ট মোড জানিয়ে দেওয়া হবে। প্রতি ঘন্টা স্লট বুকিং চার্জ ৫০০/- টাকা।
৫. স্লট বুকিং-এর পর যোগদানকারী ব্যক্তিদের ছবি ইমেল মারফৎ পাঠাতে হবে। আমরা প্রয়োজনী পোষ্টার ডিজাইন ও অনুষ্ঠানটির প্রচার আমাদের সোশ্যালমিডিয়া চ্যানেলগুলি মারফৎ করে দেবো।
কেন দরবার লাইভ ?
১. এই প্রয়াসের মাধ্যমে প্রযুক্তির সর্বাধুনিক সুবিধা গ্রহন করে আপনি আপনার আলোচনা, বক্তব্য, আপনার কাজের প্রচার করতে পারেন সারা বিশ্বের মানুষের কাছে।
২. প্রতিটি অনুষ্ঠানের সম্পূর্ন রেকর্ডিং আপনি পেয়ে যাবেন ইমেল মারফৎ।
৩. অনুষ্ঠান-এর প্রচার এর জন্য আপনি সহযোগিতা পাচ্ছেন বইঘর ডট ইন ও ইতিকথা পাবলিকেশন-এর ডিজিট্যাল মার্কেটিং সাপোর্ট যা দেশ বিদেশের হাজারো দর্শক বন্ধুদের কাছে নিমেষে পৌঁছে দিতে পারছে আপনাদের অনুষ্ঠান।
৪. আপনাদের উদ্দ্যোগের প্রচার, বইয়ের প্রচার, প্রকাশনার প্রচার, কর্মকান্ডের প্রচার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমাদের এই প্ল্যাটফর্ম।
৫. আমরা যে ধরনে অনুষ্ঠান প্রচার থেকে সম্পূর্ন বিরত –
- রাজনৈতিক অনুষ্ঠান।
- ধর্মীয় অনুষ্ঠান।