লকডাউন ও আমফান। এই দুই-এর জেরে বিপুল ক্ষতিগ্রস্ত কলেজ স্ট্রিট বইপাড়া। এই সংকট কালে ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের পাশে দাঁড়াতে শুভানুধ্যায়ীদের উদ্যোগে রিলিফ ফান্ড ও ডোনেশন কালেকশন হচ্ছে ও তা পৌঁছে যাচ্ছে প্রকাশক ও বই বিক্রেতাদের হাতে। ‘বোধশব্দ’ পত্রিকা ও ‘বইঘর ডট ইন’ এই উদ্যোগে সামিল হল একটু অন্যভাবেই। কোনো অনুদান বা ত্রাণ সংগ্রহ নয়; বরং ক্ষতিগ্রস্ত বই বা পত্রপত্রিকাগুলিই বিক্রি করে সেই বিক্রির অর্থ প্রকাশক ও বই বিক্রেতাদের হাতে তুলে দেওয়া। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের নাম দেওয়া হয়েছে – ‘বই মরে না’। বই, সত্যিই তো তার মৃত্যু নেই!
এই কর্মকাণ্ডে দু-টি পক্ষ রয়েছে – প্রকাশক বা বই বিক্রেতা এবং পাঠক। এই উদ্যোগ সফল করতে দু-পক্ষই কীভাবে সামিল হবেন, তা নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর রইল।
-প্রকাশক / বই বিক্রেতাদের নজরে-
ক। আমি একজন প্রকাশক / বই বিক্রেতা। আমার কী করণীয়?
আপনাদের যা যা বই, পত্র-পত্রিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ছবি সহ আসল দাম ও কী দামে বিক্রি করতে চাইছেন তা জানিয়ে আমাদের Whatsapp করুন 7980991691 নম্বরে। সঙ্গে লিখুন এইরকম বই ক-কপি আছে। আপনি পাঠালে Boighar.in সাইটে ছবি সহ তার লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হবে ও আমাদের সারাভারতে ছড়িয়ে থাকা ৩০০০+ ক্রেতা /পাঠক বন্ধুদের কাছে সেই তালিকা পাঠিয়ে দেবো।
খ। আপনারা এমন স্টক সংগ্রহ করবেন কোথা থেকে?
আমরা কলেজ স্ট্রিট থেকেই সংগ্রহ করব এই স্টক। পূর্বনির্ধারিত সময়ে ও পূর্বনির্দিষ্ট স্থানে আপনার স্টক নিয়ে এলে আমরা তা সংগ্রহ করে নেব সেখান থেকেই।
গ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত / ক্ষতিগ্রস্ত কিন্তু পাঠযোগ্য এমন বই পার্থক্য করব কীভাবে?
একটি বই বা পত্রিকার এক বা একাধিক পাতা জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে অর্থাৎ পাতাটি / পাতাগুলি না থাকলে সেই বইটিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচনা করবেন।
আর এমন বই যা জলে ভিজেছে অবশ্যই কিন্তু তার কোনো পাতাই অবর্তমান নয় এবং ছাপার কালিও ধুয়ে যায়নি, এমন বই ক্ষতিগ্রস্ত কিন্তু পাঠযোগ্যের আওতায় আসবে।
বই-এর কভার, সূচিপত্র ইত্যাদি না থাকলে তা ক্ষতিগ্রস্ত কিন্তু পাঠযোগ্য বলেই বিবেচ্য হবে।
প্রকাশক ও বিক্রেতাদের উদ্দেশে বলার, আপনারা এই কাজটুকু করে বইগুলি ভাগ করে রাখুন। এতে পক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে ও আমরা শীঘ্রই পাঠকের কাছে ক্যাটালগ পৌঁছে দিতে পারব।
ঘ। এই টাকা পাব কী করে?
অর্ডার মাফিক বই আপনার থেকে অনলাইন পেমেন্ট অথবা ক্যাশ পেমেন্ট-এর মাধ্যমে সংগ্রহ করে নেওয়া হবে।
-পাঠক / ক্রেতার নজরে-
ক। এরকম ক্ষতিগ্রস্ত বই-এর তালিকা পাব কোথায় ?
জুন মাস থেকে boighar.in ওয়েবসাইটে এমন ক্ষতিগ্রস্ত বই-এর ছবি-সহ তালিকা প্রকাশ করা শুরু হবে। সেখানে থেকেই সরাসরি আপনারা কিনতে পারবেন।
খ। বই কেনার পর তা হাতে পাব কী করে ?
অর্ডার ভারতের সর্বত্র হোম ডেলিভারি করা হবে কুরিয়ার / ভারতীয় ডাকের মাধ্যমে। তাই ভারতের যেকোনো প্রান্ত থেকেই এই প্রয়াসে আপনি সামিল হতে পারবেন।
গ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বই আমি কিনব কেন ?
এই প্রস্তাব শুধু আমাদের মস্তিষ্কপ্রসূত নয়, আপনারাও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বিক্রেতাদের পাশে থেকে কিছু করতে চান। আমরা অনুদানের পথে না গিয়ে এইভাবে পাশে থাকার চেষ্টা করছি। তাঁদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বইটিও আপনি একটি অর্থমূল্যে কিনছেন স্মারক হিসেবে। সেই সংগ্রহটি আপনি সেভাবে পড়তে না পারলেও আপনার স্মৃতির অংশীদার হয়ে সেটি থেকে যাবে আজীবন। হয়ে থাকবে এই অভূতপূর্ব সংকট কালে বইপাড়ার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের অন্যতম চিহ্ন।
ঘ। ক্ষতিগ্রস্ত কিন্তু পাঠযোগ্য বইতেও যদি দেখি পাতা নেই, তা কি রিপ্লেস করে দেওয়া হবে ?
আমরা প্রাথমিকভাবে যথেষ্ট যাচাই করেই বইগুলি বাছব; কিন্তু এই প্রসেসেও কখনো সামান্য কিছু বই-এর ক্ষেত্রে হয়তো এমন হতেও পারে যে পাতা অবর্তমান বা কালি খুব আবছা হয়ে গিয়েছে। আমরা আগেই স্বীকার করে নিচ্ছি, কখনো-সখনো এমন হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকছে। কিন্তু যেহেতু আমরা সম্পূর্ণ অলাভজনকভাবে এই উদ্যোগটি নিয়েছি শুধুমাত্র কিছু মানুষের পাশে থাকতে; তাই আমাদের আবেদন, এই বইগুলির ক্ষেত্রে অনুগ্রহ করে আপনারা কোনোরকম রিপ্লেসমেন্টের অনুরোধ করবেন না।
ঙ। বইগুলিতে কীরকম ছাড় থাকবে ?
প্রকাশক / বই বিক্রেতা যেরকম ছাড়ে বইগুলি বিক্রি করতে চাইছেন সেই দামেই বইগুলি বিক্রি করা হবে। এবং সম্পূর্ণ বিক্রিত অর্থ (শিপিংচার্জ বাদে) প্রকাশক / বিক্রেতার হাতে তুলে দেওয়া হবে। এটি সম্পূর্ণ অলাভজনক উদ্যোগ তাই এখানে একটি বই বিক্রিতে যে অর্থ সংগৃহীত হবে তা তাঁদের একাধিক বই নষ্ট হয়ে যাওয়ার কারণে হওয়া আর্থিক ক্ষতির আংশিক সুরাহা করবে, এই আশা রাখি আমরা।
News Links: