কিছু কিছু ডালপালা এমন হয়, শিকড়ের প্রতি তাদের টান থাকে অসীম। তারা একাধারে ঝুঁকে থাকেন মাটির দিকে, অন্যদিকে সূর্যের আলোয় ভিজে মাথা তুলে তাকান বহির্বিশ্বে৷ কবি ও গদ্যকার তন্ময় ভট্টাচার্য তেমনই একটি নাম। লেখালেখির জগতে ইতিমধ্যেই তিনি নিজস্ব জায়গা করে নিয়েছেন। নিজের শিকড়ের খোঁজ তাঁর লেখার এক বৈশিষ্ট্য। কখনও সেই শিকড়ের নাম বেলঘরিয়া, কখনও বাংলাদেশ। তাই তিনি উচ্চারণ করেন “পিছুডাক, তুমিও কি/ ভুলে গেলে, ফেরার উপায়?”
তন্ময়ের লেখা বইগুলি হল – বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে (২০১৬) নিজস্ব জেলখানা ঘিরে (২০১৭) দীপাবলি নাকি শবযাত্রা (২০১৮) আত্মানং বিদ্ধি (২০১৮) বেইমানির যা-কিছু চিরাগ (২০১৯) পাঁচ দুপুরের নির্জনতা (২০১৯) দিনান্তের সৎকারগুচ্ছ অথবা আত্মহনন-পদ্ধতি (২০২১) বাংলার ব্রত (২০২২) অবাঙ্মনসগোচর(২০২৩)।
সম্পাদিত বই – সুবিমল বসাক সংকলন – প্রথম খণ্ড (২০১৬), সুবি মল বসাক সংকলন – দ্বিতীয় খণ্ড (২০১৮),
না যাইয়ো যমের দুয়ার – ভ্রাতৃদ্বিতীয়া বিষয়ক প্রথম বাঙ্গালা গ্রন্থ (২০২১), দেশভাগ এবং – নির্বাচিত কবিতা ও গানের সংকলন (২০২২), সুবিমল বসাকের ডাইরি (২০২২)
Essay
Banglar Kabbyo O Manchitre Uttar 24 Pargana o Hooghly Jelar Ganga-Tiroborti Jonopod (1495-1873)