“অপরাধ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “ক্রাইম” যা ল্যাটিন ভাষায় উদ্ভুত “সার্ণো” থেকে এসেছে। অপরদিকে “সমাজ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “Society”। এই শব্দটি ল্যাটিন শব্দ “Socious” থেকে এসেছে যার অর্থ “একত্রে থাকা”। সমস্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ “Problem”। গ্রীক শব্দ “Problema” থেকে ইংরেজি “Problem” কথাটির উৎপত্তি। অর্থাৎ এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য চাপ সৃষ্টি করে। জীবন যেমন ধারাবাহিক খাপখাওয়ানোর ও পুনরায় খাপখাওয়ানোর একটি পদ্ধতি, সমাজ ঠিক সেইরূপ। সমাজের প্রতিটি অংশ যখন পরস্পরের প্রতি সংগতি রেখে চলে, তখন সমাজে ভারসাম্য বজায় থাকে। অপরদিকে সমাজে যখন অসংগতি দেখা দেয়, পরিবর্তিত পরিস্থিতির ফলে সমাজের ভারসাম্য নষ্ট হয়, তখন সেটি “সামাজিক সমস্যা” হিসেবে সমাজে আত্মপ্রকাশ করে। ও এই সমস্যা থেকেই সমাজে নানা “অপরাধের” সৃষ্টি হয়। সুতরাং, “সমাজ, সমস্যা ও অপরাধ” তিনটিই পরস্পর সম্পর্কিত। সংগঠিত সমাজ যখন মানুষের মধ্যের সম্পর্ককে নির্দেশ দিতে ব্যর্থ হয়, যখন সমাজের প্রতিষ্ঠানগুলি ভুল করতে থাকে, যখন সমাজের আইনগুলি লঙ্ঘন হয়, তখন সমাজের মূল্যবোধ প্রজমান্তরে ভেঙে পরে ও চাহিদার কাঠামো বিঘ্নিত হয়। সমাজ সঠিকভাবে তার সদস্যদের কাছে সামাজিক মূল্যবোধ পৌঁছে দিতে যখন ব্যর্থ হচ্ছে তখনই সমাজে অপরাধমূলক আচরণ প্রকট রূপে বৃদ্ধি পাচ্ছে। সমাজের সাথে সামাজিকীকরণের সম্পর্ক বিদ্যমান। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সমাজস্থ প্রতিটি ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপন করে। সামাজিকীকরণ হল সামাজিক প্রক্রিয়ায় ব্যক্তি ও সমাজের বিকাশসাধন করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ পক্রিয়া চলতে থাকে। সামাজিকীকরণ সমাজের প্রতিটি সদস্যর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সামাজিকীকরণ পক্রিয়া দ্বারা ব্যক্তি যা দেখে, শেখে সেটিই পরবর্তীতে অনুকরণ করে ঘটিয়ে থাকে। ফলত সমাজের অপরাধ বৃদ্ধিতে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রভাব বর্তমান। অপরাধ ঘটানোর পশ্চাতে সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ও জৈবিক নানান কারণ বিদ্যমান ও সেই কারণের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক ও অপরাধবিদরা নানান তত্ত্বের অবতারণা করেছেন। অপরাধের কারণ, তত্ত্ব, অপরাধকারী গোষ্ঠী, অপরাধীদের ভাষা, অপরাধীরা কী কী অপরাধ করেন, অপরাধের প্রকারভেদ, অপরাধের বৈশিষ্ট্যসমৃদ্ধ নানান তথ্য সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গ্রন্থটি সমাজতাত্ত্বিক, সমাজকর্ম নিয়ে যারা গবেষণারত ও যারা অপরাধজগৎ সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে দ্রুত বিস্তারলাভ করবে।
Aparadh Samajtwattik Porjalochona [Sanjukta Roy]
Original price was: ₹200.₹170Current price is: ₹170.
“অপরাধ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “ক্রাইম” যা ল্যাটিন ভাষায় উদ্ভুত “সার্ণো” থেকে এসেছে। অপরদিকে “সমাজ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “Society”। এই শব্দটি ল্যাটিন শব্দ “Socious” থেকে এসেছে যার অর্থ “একত্রে থাকা”। সমস্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ “Problem”। গ্রীক শব্দ “Problema” থেকে ইংরেজি “Problem” কথাটির উৎপত্তি। অর্থাৎ এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য চাপ সৃষ্টি করে। জীবন যেমন ধারাবাহিক খাপখাওয়ানোর ও পুনরায় খাপখাওয়ানোর একটি পদ্ধতি, সমাজ ঠিক সেইরূপ। সমাজের প্রতিটি অংশ যখন পরস্পরের প্রতি সংগতি রেখে চলে, তখন সমাজে ভারসাম্য বজায় থাকে। অপরদিকে সমাজে যখন অসংগতি দেখা দেয়, পরিবর্তিত পরিস্থিতির ফলে সমাজের ভারসাম্য নষ্ট হয়, তখন সেটি “সামাজিক সমস্যা” হিসেবে সমাজে আত্মপ্রকাশ করে। ও এই সমস্যা থেকেই সমাজে নানা “অপরাধের” সৃষ্টি হয়। সুতরাং, “সমাজ, সমস্যা ও অপরাধ” তিনটিই পরস্পর সম্পর্কিত। সংগঠিত সমাজ যখন মানুষের মধ্যের সম্পর্ককে নির্দেশ দিতে ব্যর্থ হয়, যখন সমাজের প্রতিষ্ঠানগুলি ভুল করতে থাকে, যখন সমাজের আইনগুলি লঙ্ঘন হয়, তখন সমাজের মূল্যবোধ প্রজমান্তরে ভেঙে পরে ও চাহিদার কাঠামো বিঘ্নিত হয়। সমাজ সঠিকভাবে তার সদস্যদের কাছে সামাজিক মূল্যবোধ পৌঁছে দিতে যখন ব্যর্থ হচ্ছে তখনই সমাজে অপরাধমূলক আচরণ প্রকট রূপে বৃদ্ধি পাচ্ছে। সমাজের সাথে সামাজিকীকরণের সম্পর্ক বিদ্যমান। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সমাজস্থ প্রতিটি ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপন করে। সামাজিকীকরণ হল সামাজিক প্রক্রিয়ায় ব্যক্তি ও সমাজের বিকাশসাধন করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ পক্রিয়া চলতে থাকে। সামাজিকীকরণ সমাজের প্রতিটি সদস্যর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সামাজিকীকরণ পক্রিয়া দ্বারা ব্যক্তি যা দেখে, শেখে সেটিই পরবর্তীতে অনুকরণ করে ঘটিয়ে থাকে। ফলত সমাজের অপরাধ বৃদ্ধিতে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রভাব বর্তমান। অপরাধ ঘটানোর পশ্চাতে সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ও জৈবিক নানান কারণ বিদ্যমান ও সেই কারণের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক ও অপরাধবিদরা নানান তত্ত্বের অবতারণা করেছেন। অপরাধের কারণ, তত্ত্ব, অপরাধকারী গোষ্ঠী, অপরাধীদের ভাষা, অপরাধীরা কী কী অপরাধ করেন, অপরাধের প্রকারভেদ, অপরাধের বৈশিষ্ট্যসমৃদ্ধ নানান তথ্য সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গ্রন্থটি সমাজতাত্ত্বিক, সমাজকর্ম নিয়ে যারা গবেষণারত ও যারা অপরাধজগৎ সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে দ্রুত বিস্তারলাভ করবে।
Please login during checkout to avail loyalty points. Guest checkouts are not eligible to avail loyalty points. We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
Reviews
There are no reviews yet.