Search by Title / Authors/ Publishers / Categories
Self Shipment Service
| Ship from your home
লকডাউনে আমরা আটকে রয়েছি নানান জায়গায়। নিয়মিত কলেজ স্ট্রিট যাওয়া আসা বন্ধ। বন্ধ বইঘর ডট ইন-এর পক্ষ থেকে অর্ডার মাফিক বই নিয়ে আসা। তাই এই সময়ে বইয়ের সরবরাহ পাঠকের কাছে চালু রাখতে আমরা শুরু করছি সেলফ শিপমেন্ট পরিষেবা। আপনি নিজের বাড়ি থেকেই শিপমেন্ট করতে পারবেন আপনার অর্ডার। তার জন্য প্রয়োজন।
প্রথমেই আপনি যে ঠিকানা থেকে শিপমেন্ট করতে চান সেখানকার পিনকোড আমাদের জানান। আপনার পিনকোড ভেরিফাই করে জানিয়ে দেবো ওই ঠিকানা থেকে পিক-আপ সম্ভব হবে কিনা। পিক-আপ সম্ভব হলে আপনার ঠিকানা আমাদের সিস্টেমে আমরা যুক্ত করে নেবো।
এরপর
পদ্ধতি:
১। আপনার স্টকে থাকা
বইয়ের নাম
লেখক/লেখিকা/সম্পাদক-এর নাম
বইয়ের মুদ্রিত মূল্য
বইয়ের অফার মূল্য (কত % ছাড় আপনি দিতে ইচ্ছুক)
বইগুলির সম্পর্কে একটি বাক্য
বইয়ের স্টক-এর সংখ্যা জানিয়ে আমাদের ইমেল করুন mailus@boighar.in ।
২। আপনার পাঠানো লিস্ট অনুযায়ী আমরা তৈরি করবো একটি ই-ক্যাটালগ যা ছড়িয়ে দেওয়া হবে আমাদের ৫০০০+ পাঠক বন্ধুদের।
৩। সেই লিস্ট থেকে অর্ডার এলে আপনাকে জানানো হবে অর্ডার প্রতি বই বা বইতালিকা। আপনি সেগুলির ওজন জানালে আমরা ক্রেতাকে ইনভয়েস ও পেমেন্ট লিঙ্ক পাঠাবো।
৫। ক্রেতা পেমেন্ট করলে আপনাকে শিপিং লেবেল# পাঠানো হবে ইমেলে। আপনি শিপিং স্লিপটি প্রিন্ট করে বইগুলি প্যাকিং* করার পর প্যাকেটের গায়ে সঠিক ভাবে শিপিং স্লিপ লাগিয়ে তৈরি রাখবেন।
৬। ক্যুরিয়ার থেকে আপনাকে ফোন করে, আপনার ঠিকানা থেকে প্যাকেজগুলি পিক-আপ করে নিয়ে যাবে।
৭। অর্ডার ডেলিভারি-র ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।
* বই প্যাকিং-এর সময় নজর রাখুন হার্ড বাউন্ড বইতে যথাযথ প্যাডিং কিনা দিয়েছেন বিশেষত কর্ণারগুলিতে নইলে শিপমেন্টে বই ড্যামেজ হতে পারে। এর জন্য করোগেটেড শিট অথবা বাবল র্যাপ ব্যবহার করুন।
# শিপিং লেবেলটি প্যাকেটের গায়ে ট্রান্সপারেন্ট সেলোটেপ দিয়ে যথাযথ ভাবে লাগিয়ে দিন। বিশেষত বারকোড ও প্রাপকের ঠিকানা লেখা অংশটির ওপরে ট্রান্সপারেন্ট সেলোটেপ দিয়ে কভার করে দিন যাতে জল লেগে সেটি উঠে না যায়।
এই সুবিধা গ্রহণ করলে আমরা প্রতি বইয়ের মুদ্রিত মূল্যের ওপর শুধুমাত্র ১০% সার্ভিস চার্জ ধার্য্য করছি। আর কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। বইয়ের মুদ্রিত মূল্য-এর ওপর কত শতাংশ ছাড় আপনি ক্রেতাকে দিতে চান এই সিদ্ধান্ত একান্ত আপনার। অর্থাৎ ১০০ টাকার একটি বইয়ের ক্ষেত্রে আমরা ১০টাকা সার্ভিস চার্জ নেবো বাকি লভ্যাংশ সম্পূর্ন আপনার।