কর্মসংস্থান

শূন্যপদ – বই সংগ্রাহক

বইঘর ডট ইন একটি অনলাইন বুক ডেলিভারি সংস্থা। আমাদের সাইটে আসা অর্ডারের বইগুলি প্রতিদিন অর্ডার মাফিক বিভিন্ন প্রকাশনার কাছ থেকে স্লিপ দেখিয়ে সংগ্রহ করতে হয়। এই কাজটি সেই সংগ্রাহক পদের জন্য। 

কাজের সময় – সোম থেকে শনি দুপুর ১টা থেকে সন্ধ্যে ৭টা ( ৬ ঘন্টা )। 

কর্মস্থল – সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার, ইতিকথা বইঘর, কলকাতা ৭০০০১২। 

কাজের বিবরণ – 

১। অর্ডারের বইগুলি Whatsapp মারফৎ নাম ও প্রাপ্তিস্থান পাঠানো হবে। নির্দিষ্ট প্রকাশনা-র কাউন্টার থেকে আমাদের স্লিপ দেখিয়ে বইগুলি তুলে এনে কাউন্টারে জমা করতে হবে। সমস্ত প্রকাশনাই কলেজ স্ট্রিট এরিয়ার মধ্যে।  

২। বই কেনার সময় প্রতি বিলের ছবি Whatsapp মারফৎ পাঠাতে হবে।

৩। ফোন বিল প্রতি মাসে ২০০/- টাকা ও প্রয়োজনীয় যাতায়াত খরচ ( ট্রেন মান্থলি বা বাস ভাড়া দেওয়া হবে)। 

৪। মাইনে ৫০০০ থেকে শুরু করে প্রতি বছর ১০% হারে বৃদ্ধি সহ সর্বাধিক ৭০০০ টাকা হবে।

৫। কোন কারণে ইস্তফা দিতে হলে নূন্যতম ১ মাসের নোটিশ দিতে হবে। নোটিশ ছাড়া ইস্তফা দিলে উক্ত মাসের মাইনে খারিজ করা হবে।

৬। ছুটি প্রতি রবিবার ও জাতীয় ছুটির দিনগুলি।

৭। নূন্যতম যোগ্যতা মাধ্যমিক। যোগ, বিয়োগ, গুন, ভাগের হিসেবে সক্ষম।  

কাজে ইচ্ছুক ব্যক্তি আমাদের Whatsapp নম্বর 7980991691 নম্বরে মেসেজ করুন নিজের নাম ও ঠিকানা জানিয়ে। মেসেজে লিখুন বইঘরের কাজ।