Boighar Dot In-Book-List-20 May 2021

রুকু সুকু । সঞ্জীব চট্টোপাধ্যায় । আনন্দ পাবলিশার্স । ১৫০ টাকা
Ruku Suku [Sanjib Chattopadhyay]

রুকুসুকু কি হাসির উপন্যাস ? নাকি অ্যাডভেঞ্চার কাহিনী ? নাকি রহস্য গল্প ? অথবা নেহাৎই পারিবারিক এক উপাখ্যান ? এক-কথায় এর উত্তর দেওয়া খুব কঠিন। কেননা, চেন ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ এক কিশোর উপন্যাস ‘রুকুসুকু’।


১৯৪৭ । ক্ষেত্র গুপ্ত । অভিযান পাবলিশার্স । ৪০০ টাকা

1947 [Kshetro Gupta]

১৯৪৭ বঙ্গভঙ্গের ইতিহাস নয়। উদ্বাস্তু সমস্যা নিয়ে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ নয়, আত্মজীবনীও নয়। এই গ্রন্থ হল বাংলার এক দুঃসময়ের প্রেক্ষাপটে গোটা বাঙালি জাতির সুখ দু;খের কাহিনী।লেখক কখনও স্মৃতির গভীরে ডুবে গিয়ে, কখনও বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে বাঙালী পাঠকের সঙ্গে সেই সুখ দুঃখ ভাগ করে নিতে চেয়েছেন।


আচার বিচার সংস্কার । নৃসিংহপ্রসাদ ভাদুড়ী । অভিযান পাবলিশার্স । ১৮০ টাকা

Achar Bichar Sanskar

কেন গড়ে উঠেছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার? হারিয়ে যাওয়া আচার বিচার বর্তমান জীবনে কীভাবে প্রভাব বিস্তার করেছে তার গভীর বিশ্লেষণ ও সঙ্গে বুদ্ধিদীপ্ত রসিকতায় তৃপ্ত হবেন পাঠক।


দুখে কেওড়া । রামকুমার মুখোপাধ্যায় । মিত্র ও ঘোষ । ১০০ টাকা

দুখে কেওড়া গাঁয়ের এক প্রান্তবাসী মানুষ। মা তার নাম রেখেছিল দুঃখহরণ’
যা অচিরেই ‘দুখে’হয়ে যায়। এক সময়ের কৃষি-মজুর দুখে এখন বৃদ্ধ, কাজ বলতে
দেশি মদ কাচি’-র ব্যবসা। বউ বানায়, সে বেচে। এই দুখে কেওড়া ঘর-
সংসারের সঙ্গে রাষ্ট্র-সমাজ-সংস্কৃতির নানা বিষয় নিয়ে তার মতামত জানাচ্ছে।


রোড টু রাজধানী । সমৃদ্ধ দত্ত । করুণা প্রকাশনী । ২০০ টাকা

Road to Rajdhani

আজ যারা সাফল্য আর উজ্জ্বলতার রাজধানীতে পৌঁছেছেন, সেটা নিছক গ্রহান্তরের যানে চেপে পৌছনাে যায় তা নয়। তাদেরও ছিল ঘাস ভেবে কন্টকে পা ফেলা, বাস্তবের মাটিতে আছড়ে পড়া, অবিরত স্বার্থত্যাগ আর অনেক প্রলােভন এড়িয়ে নিজের ফোকাস সুস্থির রাখার নিরন্তর সাধনাও। জনগণমন নায়ক নায়িকারা কী হয়েছেন তার থেকেও বেশি আকর্ষণীয় হল তাদের এই আজকের হয়ে ওঠার পথের অজানা কাহিনি- গুলি। কে বলতে পারে সেই অজানা কাহিনি হয়ে উঠতেই পারে প্রতিটি ব্যক্তিগত লড়াইয়ের বাড়তি মােটিভেশন।

Leave a Reply

×