কলকাতা— স্মৃতির ভিতরে জড়িয়ে থাকা এক জটিল শহর, যেখানে ইতিহাস শুধু ঘটেনি, বরং বাস করেছে অলিগলির শব্দে, ইঁটের গায়ে, মানুষের মুখে মুখে। সাহিত্যে তার রূপ আছে, গল্পে আছে তার মাধুর্য— কিন্তু ‘নগর-ইতিহাস’-এর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে দেখা হয়েছে খুবই কম। এই বই সেই অভাব পূরণে একটি সংবেদনশীল, অথচ গবেষণাভিত্তিক প্রচেষ্টা। প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চার বাইরের পরিসর থেকে, পাঠকের সঙ্গে এক ঘনিষ্ঠ আলাপনে, এখানে উঠে এসেছে কলকাতার গড়ে ওঠা, বিস্তার, তার সামাজিক ও রাজনৈতিক বাঁক, মানুষের স্বপ্ন আর প্রতিদিনের জীবন। প্রথাগত তথ্যভিত্তিক লেখার চেয়ে এই গ্রন্থে রয়েছে গল্প বলার মায়া, স্মৃতি আর বিশ্লেষণের বুনন।
সমকালীন নগর-ইতিহাসের আলোকে দেখা এই বই একাধারে ঐতিহাসিক অনুসন্ধান ও সাহিত্যিক ভ্রমণ— এমন এক কলকাতাকে খুঁজে পেতে সাহায্য করে, যাকে আমরা চিনি, অথচ সম্পূর্ণ চিনে উঠিনি।



![Kolikatha [Kaustubh Mani Sengupta]](https://boighar.in/wp-content/uploads/2025/08/Kolikatha_pages-to-jpg-0001-boighar-dot-in.jpg)
![Kolikatha [Kaustubh Mani Sengupta] - Image 2](https://boighar.in/wp-content/uploads/2025/08/Kolikatha_pages-to-jpg-0001-boighar-dot-in-2.jpg)
![Kolikatha [Kaustubh Mani Sengupta] - Image 3](https://boighar.in/wp-content/uploads/2025/08/Kolikatha_pages-to-jpg-0001-boighar-dot-in-3.jpg)





Reviews
There are no reviews yet.