সংগৃহীত বইয়ের খবর – # সপ্তাহ ১

কোনও কোনও মানুষ থাকেন যারা জীবৎকালেই কিছুটা কিংবদন্তি হয়ে ওঠেন। তাঁদের গল্পকথা। অনেকটাই সত্য; কিছু হয়তো একটু অতিরঞ্জিত। কিন্তু তার মধ্যেই থেকে যায় সত্যের নির্যাস। নাম শরৎচন্দ্র পণ্ডিত, জন্ম ১৮৮১ খ্রিস্টাব্দে। বীরভূমের একটি গ্রামে। প্রয়াণ ১৯৬৮-তে। মানুষটি সাধারণ পাঁচজনের মতো ছিলেন না। স্বাতন্ত্র বিচ্ছুরিত হত তাঁর জীবনাচরণে, কাজে, ন্যায়বোধে এবং রসবোধে। একদিকে সহৃদয়, পরোপকারী, সরল মানুষ। অন্যদিকে ছিলেন সামাজিক স্খলনের প্রতিবাদে ক্ষুরধার এবং সরস ব্যঙ্গের ভাষায় সুনিপুণ। দাদাঠাকুর বিশেষণেই তাঁর পরিচয়। তাঁর প্রথম পর্ণাঙ্গ জীবনী রচনা করেছেন হাসির গানের লেখক এবং গায়ক নলিনীকান্ত সরকার। বইটির নাম “দাদাঠাকুর’। আরও অনেকের স্মৃতিতে ধরা আছে তাঁর ছবি। উল্লেখযোগ্য এই বইটি লিখেছেন তরুণ চক্রবর্তী__ “কথাসাগরেষু”। ধরা-বাঁধা জীবনী নয়। জীবনপঞ্জি ছড়িয়ে আছে ইতস্তত কিন্তু প্রধানত সঙ্কলিত হয়েছে দাদাঠাকুর সম্পর্কে অজস্র কাহিনি। সেই সঙ্গে তাঁর বিদগ্ধ শব্দ-খেলা এবং সরসোক্তি অর্থাৎ ইংরেজিতে যাকে বলে “পান’ (PUN) এবং “উইট” (WIT)-_এই দুইয়ের সমন্বয়ে তাঁর স্মরণীয় বাক্-কলা উঠে এসেছে বইটিতে। এখানেই বইটির প্রধান আকর্ষণ। সঙ্গে আছে দাদাঠাকুরের চরিত্রের তেজদীপ্ত প্রসন্নতার ঝলক।

সংগৃহীতঃ আজকাল * ১৮ই আগষ্ট ২০১৯* সুমিতা চক্রবর্তী

কথা সাগরেষু * তরুণ চক্রবর্তী * লালমাটি * ৪০০টাকা
বইটি অর্ডার করার জন্য 7980991691 নম্বরে Whatsapp করুন বইয়ের নাম সহ


নিবেদিতার ডায়েরি: বিতর্কিত টানাপোড়েন। খুবই প্রয়োজনীয় কাজ অনুসন্ধিৎসু পাঠকের কাছে। কেন্ট জর্জেস রোডে লেডি মার্গেসেনের বাড়িতে এক হিন্দু সন্যাসীর বক্তৃতা । সন্যাসী বক্তৃতা দিলেন এবং বললেন খ্রিস্টধর্মের মতো হিন্দুধর্মে প্রেমই শেষ কথা। অনুভব করালেন উত্তরণের কথা। এক সত্য থেকে আর এক সত্যের দিকে। মার্গারেট গিয়েছিলেন এবং ফিরেছিলেন এক ঘোরের মধ্যে দিয়ে। সেই শুরু-__ নিবেদিতা হয়ে ওঠার আখ্যান। স্বামী বিবেকানন্দ, তাঁর হাতে গড়া শ্রীরামকৃষ্ণ সংঘ, মা সারদা এবং সর্বোপরি ভারতবর্ষকে ভালবেসে নিবিড়ভাবে জড়িয়ে ধরার এক অনবদ্য আখ্যান।

সংগৃহীতঃ আজকাল * ১৮ই আগষ্ট ২০১৯* বিশ্বরূপ মুখোপাধ্যায়

নিবেদিতার ডায়েরি: বিতর্কিত টানাপোড়েন * দেবাশিস পাঠক * গাংচিল * ২৫০টাকা
বইটি অর্ডার করার জন্য 7980991691 নম্বরে Whatsapp করুন বইয়ের নাম সহ

Leave a Reply

×